প্রতিভার অন্বেষনে অনুষ্ঠান মালদা জেলায়

3rd February 2020 মালদা
প্রতিভার অন্বেষনে অনুষ্ঠান মালদা জেলায়


পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের আঞ্চলিক করন মালদার উদ্যোগে হোম আবাসিকদের নিয়ে উত্তরবঙ্গ ব্যাপী প্রতিভা অন্বেষণ উৎসব অনুষ্ঠিত হল মালদা টাউন হলে। এই মর্মে সোমবার সকালে হোম আবাসিকদের নিয়ে মালদা শহর জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গোটা শহর পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এসে শেষ হয় মালদা টাউন হল প্রাঙ্গণে। এরপর সেখানে শুভেচ্ছা বার্তা এবং শান্তির প্রতীক সাদা পায়রা আকাশে উড়িয়ে এবং পরে প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক রাজষি মিত্র। এদিন এই অনুষ্ঠান মঞ্চে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, মালদা সদর মহকুমা শাসক সুরেশ কুমার রানু, যুগ্ন অধিকর্তা মলয় কান্ত মুর্মু, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ সহ অন্যান্যরা। জানা যায় উত্তরবঙ্গ ব্যাপী প্রতিভা অন্বেষণ উৎসবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট আটটি হোম এর প্রায় দু'শতাধিক আবাসিক অংশ নিয়েছিল। নাটক বসে আঁকো প্রতিযোগিতা ও দলগত নিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান মঞ্চে। জানা গেছে এখান থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবেন চলতি মাসের ১৭  এবং ১৮ তারিখ কলকাতায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবে তারা বলে জানান যুগ্ন অধিকর্তা মলাই কান্ত মুর্মু।

        ছবি - দেবাশীষ পাল 





Others News